‘কোহলি-ডি ভিলিয়ার্স যেন ব্যাটম্যান-সুপারম্যান!’
আইপিএলের গত ম্যাচেই ২২৯ রানের রেকর্ডগড়া জুটি গড়েছিলেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। তাঁদের সেই অসাধারণ ব্যাটিং দেখে জস বাটলারের মনে হয়েছিল, এ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যেন খেলছেন একই দলে। কোহলি-ডি ভিলিয়ার্সকে আরো কাছ থেকে দেখে ক্রিস গেইলের উপলব্ধি কিন্তু কিছুটা অন্য রকম। ওয়েস্ট ইন্ডিজের মারমুখী এই ব্যাটসম্যানের কাছে কোহলি-ডি ভিলিয়ার্সকে অতিমানবীয় কিছুই মনে হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই সতীর্থকে ব্যাটম্যান-সুপারম্যানের সঙ্গে তুলনা করেছেন গেইল।
এবারের আইপিএলের শুরু থেকে কোহলি আর ডি ভিলিয়ার্স সত্যিই করছেন অতিমানবীয় ব্যাটিং। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও শীর্ষে আছে এ দুজনের নাম। গুজরাট লায়নসের বিপক্ষে দুজনেই খেলেছিলেন শতরানের ইনিংস। গড়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ২২৯ রানের রেকর্ডগড়া জুটি। সোমবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও দারুণভাবে জ্বলে উঠেছিলেন কোহলি-ডি ভিলিয়ার্স। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭১ রানের মাথায় প্রথম উইকেট হারালেও অসাধারণ ব্যাটিং করে দলকে ৯ উইকেটের বড় জয় এনে দিয়েছেন কোহলি-ডি ভিলিয়ার্স। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫১ বলে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন কোহলি। আর ৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। দুজনেই মেরেছেন পাঁচটি করে চার ও তিনটি করে ছয়। তাঁদের আগে গেইলও খেলেছিলেন ৩১ বলে ৪৯ রানের ইনিংস। ম্যাচ শেষে ক্যারিবিয়ান এই ওপেনার বলেছেন, ‘কোহলি আর ডি ভিলিয়ার্স অসাধারণ খেলছে। তারা যেন ব্যাটম্যান আর সুপারম্যান। তারা ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছে। বিশেষত কোহলি। চাপের মুখেও তারা যেভাবে ব্যাটিং করে, তা সত্যিই দুর্দান্ত। দুজনকেই তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। কোহলি যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা আরো দারুণ। এখন পর্যন্ত দলের ১২টি ম্যাচেই তারা বড় অবদান রেখেছে। আশা করছি, তারা এটা চালিয়ে যাবে।’
সোমবার ৭৫ রানের ইনিংস খেলে গেইলের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন কোহলি। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ৭৩৩ রান করার কৃতিত্বটা এত দিন ছিল গেইলের দখলে। কিন্তু এবারের আসরে এখন পর্যন্ত কোহলি করে ফেলেছেন ৭৫২ রান। শতক করেছেন তিনটি, অর্ধশতক পাঁচটি। আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় কোহলির পরেই আছে ডি ভিলিয়ার্সর নাম। দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান করেছেন ৫৯৭ রান। এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ৩২টি ছয় মারার কৃতিত্বও ডি ভিলিয়ার্সের। সবচেয়ে বেশি, ৬০টি চার মেরেছেন কোহলি।
আইপিএলের নবম আসরে সব ব্যাটিং রেকর্ডই যেন নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন ব্যাঙ্গালোরের এ দুই ব্যাটসম্যান। গেইলের তো তাঁদের ব্যাটম্যান-সুপারম্যানের মতো অতিমানবীয় মনে হতেই পারে!