কেন্দ্র দখলের মতো বিশ্রী ব্যাপার কমেছে : সিইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র দখলের মতো বিশ্রী ব্যাপার কমে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সিইসি।
সিইসি বলেন, ‘চট্টগ্রামে এসেছি, এই অঞ্চলগুলোতে যাতে আপনাদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনা করা যায়। এবং সুবিধা-অসুবিধা বুঝে আমরা কীভাবে সর্বোত্তম পন্থায় ফোর্স ডেপ্লোয়মেন্ট করে আমাদের নির্বাচনটা উঠিয়ে আনতে পারি, সেগুলো আলাপ-আলোচনার করার জন্য।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘অবশ্যই, বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা, বেআইনি কাজ ইত্যাদি ঘটেছে। এ দুই-চারটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। আপানারা দেখেছেন যে রাতে ভোটকেন্দ্র দখলের মতো বিশ্রী ব্যাপার পরবর্তীকালে কমে এসেছে। তৃতীয় ধাপে একটিও হয়নি সে রকম ঘটনা। চতুর্থ ধাপে গিয়ে আবার দুই-একটি হয়েছে। আমরা সে জন্যই এ পঞ্চম ধাপের আগে, আমি বাইরে বেরিয়েছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের সঙ্গে, আমাদের অফিসারদের সঙ্গে, যাতে করে এ ধরনের ঘটনা না ঘটতে পারে।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাধারণত নির্বাচনের আগে কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে থাকে। কিন্তু এবারের নির্বাচনের মধ্যবর্তী সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুনরায় মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচনগুলো সর্বোত্তম উপায়ে সম্পন্ন করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান সিইসি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।