সাবেক মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের করা মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এর ফলে মামলাটির কাযক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।
বৃহস্পতিবার মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ২০১২ সালের ৭ জুন রমনা থানায় আমিনুল হক ও তাঁর বেয়াই মিজানুর রহমানের (সিমেন্সের উপদেষ্টা) বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করে দুদক।
এতে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের সাবেক এই মন্ত্রী ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে বিটিটিবির (বর্তমান বিটিসিএল) একটি প্রকল্পের কাজ পাইয়ে দিতে সিমেন্সকে সহায়তা করেন। এর বিনিময়ে সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ আট হাজার ১৪৫ মার্কিন ডলার ঘুষ নেন। এই মামলা বাতিল চেয়ে আমিনুল হক ও মিজানুর রহমান হাইকোর্টে পৃথক আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ২১ জুন হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন। রুলে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রায় দেন।
আদালতে আমিনুল হকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। মিজানুরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।