বিরাট কীর্তির সামনে কোহলি
এক টুর্নামেন্টে কি হাজার রান করা সম্ভব? প্রশ্নটা শুনলে অবাক হতে পারে যে কেউ। বছরে হাজার রান করলেই যেখানে হৈচৈ পড়ে যায়, সেখানে এক টুর্নামেন্টের চার অঙ্গের রান! একজনের সামনে অবশ্য এমন অবিশ্বাস্য অর্জনের হাতছানি। আইপিএলে আর মাত্র ৮১ রান করলেই ইতিহাস গড়বেন বিরাট কোহলি।
২০১৬ সালে কোহলির ব্যাটে একেবারে রানের জোয়ার। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল নামে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। তাঁর ব্যাটের তাণ্ডবে প্রতিপক্ষ বোলারদের একেবারে বেহাল দশা। একসময় বাদ পড়ার শঙ্কায় পড়লেও কোহলির ব্যাটিং-বীরত্বে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ভারতের টেস্ট অধিনায়কের ব্যাটিং-বীরত্ব বোঝানোর জন্য পরিসংখ্যানের দ্বারস্থ না হয়ে উপায় নেই। লিগ পর্বে ১৪টি ম্যাচ খেলেছে ব্যাঙ্গালোর। এই ১৪ ম্যাচেই ব্যাটিং করা কোহলির মোট রান ৯১৯। শতক করেছেন চারটি, অর্ধশতক ছয়টি। মানে ১০বারই পঞ্চাশোর্ধ ইনিংস। তাই ব্যাটিং গড়ও অসাধারণ—৯১.৯০। পুরো টুর্নামেন্টে ১৫২.৪০ স্ট্রাইক রেট, ৭৮টি চার ও ৩৬টি ছক্কা কোহলি-ঝড়েরই সাক্ষ্য দিচ্ছে।
প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাওয়ায় আরো অন্তত দুটো ম্যাচ খেলতে পারবে ব্যাঙ্গালোর। মঙ্গলবার গুজরাট লায়ন্সের কাছে হেরে গেলেও কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদের এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। কোহলির যা ফর্ম, তাতে দুই ম্যাচে ৮১ রান করা খুবই সম্ভব।
অবশ্য এরই মধ্যে কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের সেরা ব্যাটসম্যান। এতদিন কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রানের যৌথ রেকর্ড ছিল ক্রিস গেইল আর মাইক হাসির অধিকারে। দুজনই ৭৩৩ রান করে রেকর্ডটা গড়েছিলেন আইপিএলে। গেইল ২০১২ সালে আর হাসি তার পরের বছর। এবারের আইপিএলে সেই রেকর্ড ভেঙে অনেক দূর এগিয়ে গেছেন কোহলি।
গেইলের আরেকটি রেকর্ডও উড়ে গেছে কোহলি-ঝড়ে। রেকর্ডটা এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের। ২০১২ সালে ১৬টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ওপেনার। আর এ বছর অর্ধেক না পেরোতেই কোহলির নামের পাশে জ্বলজ্বল করছে এমন ১৭টি ইনিংস।
ব্যাঙ্গালোর অধিনায়কের কীর্তি এখানেই শেষ নয়। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ বার পঞ্চাশ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলার কৃতিত্বও এখন কোহলির অধিকারে। আগের রেকর্ডটা ছিল জেসন রয়ের। ২০১৪ সালে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে নয়বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।