শতকের পর দারুণ কীর্তি মাহমুদউল্লাহর
চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ ফর্মে আছেন মাহমুদউল্লাহ। আসরের প্রায় প্রতি ম্যাচেই হয়তো ব্যাট হাতে, নয়তো বল হাতে সাফল্য পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, আসরে দুটি শতকও করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় শতক করার পাশাপাশি মাহমুদউল্লাহ দারুণ একটি কীর্তিও গড়েন। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিন বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১০৭ রানের অসাধারণ ইনিংসটি খেলেন ১১৪ বল খরচায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ষষ্ঠ শতক। এর আগে ১০ মে এই মাঠেই ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ১৩০ রান করেছিলেন শেখ জামাল অধিনায়ক।
দলীয় ৫২ বলে দুই উইকেট হারিয়ে শেখ জামাল যখন কিছুটা বিপাকে, তখন উইকেটে আসেন মাহমুদউল্লাহ। তাঁর দারুণ শতকের ওপর ভর করে শেখ জামাল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান গড়ে।
জবাবে ব্রাদার্স ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ১৪৪ রান করে দুই উইকেট হারিয়ে। জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ৬১ রান নিয়ে ব্যাট করছিলেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান ৫৫ রান করেন।