সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ানো হবে না
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ৩১ মে রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করা যাবে। এর পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।
আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘ইতিপূর্বে গ্রাহকদের কথা চিন্তা করে এবং মোবাইল অপারেটরদের অনুরোধের ভিত্তিতে এক দফা সময় বাড়ানো হয়েছে। এবার আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত যাঁরা সিম নিবন্ধন করেন নাই, তাঁরা শিগগিরই সিম নিবন্ধনের কাজ শেষ করবেন বলে আমি আশা করছি।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এ ব্যাপারে আমাদের একটি সিদ্ধান্ত আছে। পর্যায়ক্রমে অনিবন্ধিত সিমগুলো বন্ধ রাখা হবে।’
আরেক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, এ পর্যন্ত ১০ কোটি নয় লাখ সিম পুনর্নিবন্ধন হয়েছে। তিনি বলেন, মোবাইল অপারেটরদের হিসাব অনুযায়ী, দেশে ১৩ কোটি সিম রয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফায়জুর রহমান চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।