জয়ের বক্তব্য বিশ্বাসযোগ্য নয় : রিজভী
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতা এ দাবি করেছেন।
রিজভী আহমেদ বলেন, সাফাদির সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করে জয় দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয়।urgentPhoto
এর আগে আজই নিজের ফেসবুক পেজে করা বক্তব্যে জয় দাবি করেন, তাঁর সঙ্গে মেন্দি সাফাদির কোনো বৈঠক হয়নি।
এদিকে, মেন্দি সাফাদির সঙ্গে বৈঠকে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এর আগে গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সম্প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি সংবাদমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে আসলাম ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। তবে আসলাম ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও কোনোরকম ষড়যন্ত্রের কথা অস্বীকার করেন।