মাশরাফির তোপে বিধ্বস্ত রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার লিগে চমক দেখিয়েই চলেছেন মাশরাফি বিন মুর্তজা। কয়েক দিন আগেই রেকর্ড গড়া শতক করে দলকে জয় এনে দিয়েছিলেন। এবার বল হাতেও দারুণভাবে জ্বলে উঠেছ্নে কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক। ফতুল্লায় দুর্দান্ত বোলিং করে ছয় উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। মাশরাফির দারুণ বোলিংয়ের সামনে লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস গুটিয়ে গেছে ১৯১ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি। সেই সিদ্ধান্তের যথার্থতাও দারুণভাবে প্রমাণ করেছেন তিনি। প্রথম আট ওভারের মধ্যে মাত্র ১৯ রান সংগ্রহ করতেই রূপগঞ্জ হারিয়েছিল দুই ওপেনার সৌম্য সরকার ও শাহিন হোসেনের উইকেট। প্রথম এই দুটি উইকেট অবশ্য নিয়েছিলেন ডানহাতি পেসার দেওয়ান সাব্বির। তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন মোহাম্মদ মিথুন ও ইশাঙ্ক জাগ্গি। কিন্তু মাশরাফির তোপে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তাঁরা। ২১তম ওভারে মিথুনকে সাজঘরে পাঠিয়েছিলেন মাশরাফি। তারপর তিনি একে একে তুলে নিয়েছেন রূপগঞ্জের অধিনায়ক মোশাররফ হোসেন, সাজ্জাদুল হক, নাহিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান রানার উইকেট। রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করতে পেরেছেন সাজ্জাদুল। ৪০ রান এসেছে আসিফ আহমেদের ব্যাট থেকে।
১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে মাশরাফির দল। ৩৫.৪ ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে তুলে ফেলেছে ১২৭ রান। তবে এরপর বৃষ্টির বাধায় খেলা বন্ধ রাখতে হয়েছে। শেষ ৮৬ বলে আবাহনীর প্রয়োজন ৬৫ রান।