মদিনায় বাংলাদেশি পণ্যের ক্যাটালগ প্রদর্শনী
সৌদি আরবের মদিনায় চেম্বার অব কমার্সে বাংলাদেশি পণ্যের ক্যাটালগ প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০টায় এই প্রদর্শনী পরিদর্শন করেন মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি সেক্রেটারি জেনারেল কামাল ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ কে এম শহিদুল করিম।
সৌদি আরবে ২৮টির মতো চেম্বার অব কমার্সে পর্যায়ক্রমে বাংলাদেশি পণ্যের ক্যাটালগ প্রদর্শন করা হবে। জেদ্দার শতাধিক ব্যবসায়ী বাংলাদেশি পণ্যের ক্যাটালগ সংগ্রহ করেছে। আগামী তিন মাসের মধ্যে সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবেন।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের অর্থনৈতিক কাউন্সিলর ড. আবুল হাসান বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে আমরা সৌদি আরবে আরেকটি ট্রেড শো করার চিন্তা করছি।’
বাংলাদেশি পণ্যের মধ্যে বেশির ভাগ খাদ্য সামগ্রী। এ ছাড়া বস্ত্র, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হস্তশিল্প ও বিভিন্ন দ্রব্যের ক্যাটালগ প্রদর্শন করা হয়।
এ সময় রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা, জেদ্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।