সৌদি আরবের ইয়ানবুতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের ইয়ানবুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সৌদি আরব সময় রাত ১০টায় ইয়ানবু বেঙ্গলি মার্কেটের এক হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে ইয়ানবু প্রাদেশিক বিএনপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইয়ানবু প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহেল সিকদার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান। জামিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল হক চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন, এস এম আলমগীর, ইকবাল সরকার, আলতাফ, মো. খোকন প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য দেশের একপ্রাপ্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গিয়েছিলেন। বক্তারা আরো বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ ও জনগণের সেবা করতে চাই। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।