সৌদি আরবে সোমবার থেকে রোজা শুরু
সৌদি আরবের আকাশে আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে কাল সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে।
এদিকে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আবার এক বছর পর হাতছানি দিচ্ছে রহমত, বরকত ও নাজাতের মাস। তারই ধারাবাহিকতায় সৌদি আরবে রোববার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে।
সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানেও সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।