তনুর ডিএনএ প্রতিবেদন হস্তান্তর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহের ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহার কাছে ওই প্রতিবেদন হস্তান্তর করে সিআইডি।
কামদা প্রসাদ সাহা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তনুর ডিএনএ প্রতিবেদন দুপুর সাড়ে ১২টায় তাঁর (কামদা প্রসাদ) কাছে হস্তান্তর করেছে সিআইডি। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন আগামী রোববারের মধ্যে দিতে পারবেন বলে জানান কামদা প্রসাদ সাহা।
গত ২০ মার্চ সন্ধ্যায় সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরে অলীপুর পাওয়ার হাউসের পাশের জঙ্গলে পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। গত ২৭ মার্চ পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩০ মার্চ তনুর মরদেহ উত্তোলন করার নির্দেশ দেয়। ওই দিনই দ্বিতীয় ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় এবং ডিএনএ পরীক্ষার জন্য কিছু আলামত ঢাকার সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়। সিআইডি গত ২৮ মার্চ থেকে মামলার তদন্ত করছে।