সৈয়দ আশরাফ লন্ডন গেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্যের লন্ডনে গেছেন।
সৈয়দ আশরাফ একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আজ বুধবার সকাল সোয়া ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ‘অতিবিপ্লবী’, ‘শতভাগ ভণ্ড’ এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘পরিবেশ তৈরির’ জন্য দায়ী করে সম্প্রতি দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যেই সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে গেলেন।
সৈয়দ আশরাফ আগামীকাল লন্ডনের চ্যাপহাম হাউজে সাউথ এশিয়া ডায়াসপোরা সম্মেলনে যোগদানের উদ্দেশে সে দেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে লন্ডনে যান।
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার বিষয়ে আগামী ২৩ জুন ব্রেস্ক্রজিট গণভোট অনুষ্ঠিত হবে। আর যুক্তরাজ্য যাতে ইউরোপীয় ইউনিয়নে থাকে তা সমর্থন করার জন্য এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন।