উত্তরায় খাল থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার
রাজধানীর উত্তরা এলাকায় একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, উত্তরা ১৬ নম্বর সেক্টরের একটি খালে অভিযান চালানোর পর এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানিয়েছে, ওই খালে ১০০টির বেশি বিদেশি বন্দুকসহ বিভিন্ন অস্ত্র ও শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খাল থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে আছে ৯৭টি পিস্তল, ১৯১টি পিস্তলের খোসা, এসএমজির খোসা ২৬০টি, পিস্তলের গুলি এক হাজার ৬০টি, ১০টি গ্রেনেড, পিস্তলের গুলির কভার ১০৪টি।
পুলিশের উত্তরার বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান সংগঠিত হয়েছে।
পুলিশ ধারণা করছে, রাজধানী ও এর আশপাশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য কোনো জঙ্গি সংগঠন এই অস্ত্র মজুদ করে।