বাসের আগাম টিকেট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেট বিক্রির প্রথম দিনে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল টিকেটপ্রত্যাশীদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই কাঙ্ক্ষিত টিকেট হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফিরেছেন। আবার অনেকেই কাঙ্ক্ষিত দিনের টিকেট পাননি। টিকেটের দাম নিয়েও আছে অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, নির্ঘুম রাত শেষে ক্লান্ত চোখে ভোর থেকে দাঁড়িয়ে থেকে টিকেট সংগ্রহ করছেন বেশির ভাগ মানুষ। নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে যেকোনো মূল্যে নির্ধারিত তারিখের একটি টিকেট নিতে পারলেই হলো। সেহরির পর বেশির ভাগ মানুষই আর ঘুমাতে পারেননি, চলে এসেছেন বাস কাউন্টারে। তবে এত ভোরে এসেও আশা পূরণ হয়নি অনেকের। অফিস ছুটির সঙ্গে মিল রেখে বাড়ি যেতে পারবেন কি-না, তা নিয়ে সংশয়।
টিকেটপ্রত্যাশী এক নারী বললেন, ‘মনে হচ্ছে না যে পাব, তার পরও আশাবাদী।’ আরেকজনের ভাষায়, ‘চার তারিখের (৪ জুলাই) এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।’ অনেকে ছেলেমেয়ে নিয়েই লাইনে দাঁড়িয়েছেন।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাঁরা টিকেট সংগ্রহ করতে পেরেছেন, তাঁদের মুখে ছিল স্বস্তির ছাপ। আবার অনেকের অভিযোগ ছিল প্রথম দিনেই টিকেট না পাওয়ার।
৩০ জুন থেকে ৬ জুলাইয়ের অগ্রিম টিকেট বিক্রি করছে পরিবহন কোম্পানিগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ৩০ জুন ও ৪ জুলাইয়ের। দুই দিনের টিকেট প্রায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
এবার ছুটি লম্বা হওয়ায় নির্দিষ্ট তারিখের টিকেট না পেলেও অনেকেই সংগ্রহ করেছেন বিকল্প দিনের টিকেট।