ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নান্নুর
দুই স্তরের নির্বাচক কমিটি গঠন করার প্রতিবাদে গত রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অবশ্য বেশ কিছুদিন ধরেই অন্যতম নির্বাচক ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নান্নুর কণ্ঠে। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘নতুন দায়িত্বটা খুবই ভালো লাগার। এ দায়িত্ব দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। গত পাঁচ বছর ধরে কাজ করছি, ভবিষ্যতে দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’
নতুন নির্বাচন প্রক্রিয়ায় স্বাধীনতা কমবে না বলে মনে করেন নান্নু, ‘আমরা আগে যেভাবে কাজ করেছিলাম, এখনো সেভাবেই কাজ করে যাব। যদি হস্তক্ষেপ হতো আমরা এত দিন কাজ করতে পারতাম না। আগামীতে বাংলাদেশ দলকে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেটাতে দৃষ্টি দেওয়া উচিত আমাদের।’
দুই স্তরের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সাবেক এই অধিনায়ক বলেন, ‘নিয়মটা তো অনেকটা আগের মতোই। আগেও আমরা দল তৈরি করে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের কাছে সই করাতাম। প্রেসিডেন্ট দেখার পর দল প্রকাশ করা হতো। তাদের অধীনে আমাদের দল গঠন করতে হয়। এখনো আমাদের অনেকটা তাই করতে হবে।’