বাবুল আক্তার বাসায় ফিরেছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার বাবুল আক্তারকে ছেড়ে দিয়েছেন গোয়েন্দারা। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ শনিবার বিকেলে ডিএমপি জানায়, বাবুল আক্তার বাসায় ফিরেছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনশ্রীর শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ। তাঁর শ্বশুর মোশাররফ হোসেন প্রথমে বিষয়টি গণমাধ্যমকে জানান।
পরে আজ শনিবার দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘বাবুল আক্তারকে তাঁর স্ত্রী মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।’
যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বাবুল আক্তারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেন নিয়ে যাওয়া হয়েছে- এসব ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এই দীর্ঘ ১৪ ঘণ্টায় বাবুল আক্তারকে নিয়ে নানা গুঞ্জন আর আলোচনা চলে গণমাধ্যমে। যার প্রভাব পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
গত ৫ জুন মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত ও পরে মাথায় গুলি করে হত্যা করে। সেদিন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে ঠিক ৫০ গজ দূরে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর বিভিন্ন পর্যায়ে তদন্তে নামে পুলিশ। ঘটনার দুই সপ্তাহ পর মোটরসাইকেল আরোহী দুজনকে আটক করা হয়।
পুলিশ বলছে, হত্যাকারী শনাক্ত হয়েছে। খুব শিগগির অন্যরাও ধরা পড়বে।
তদন্তের এই পর্যায়ে মিতুর স্বামী এসপি বাবুল আক্তারকে শুক্রবার রাতে তাঁর শ্বশুরের বাসা থেকে নিয়ে যায় রাজধানীর খিলগাঁও থানা পুলিশ।
বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন জানান, আইজির সঙ্গে দেখা করার কথা বলে তাঁর মেয়ে-জামাইকে নিয়ে যায় পুলিশ। তিনি আরো বলেন, ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতু হত্যার ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের দায়িত্বে ছিলেন বাবুল আক্তার। সম্প্রতি এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন। ঢাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।
বাবুল ও মিতু দম্পতির সাত বছর বয়সী এক ছেলে এবং চার বছরের একটি মেয়েসন্তান রয়েছে।