মদিনায় ঈদবাজার জমে উঠেছে
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। মদিনায় কেনাকাটার ধুম লেগেছে। বিভিন্ন মার্কেট, শপিংমল ও বিপণিবিতানে ক্রেতাদের পদচারণায় ঈদবাজার জমে উঠেছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারের ছোট বড় সবার জন্য কম খরচে পছন্দমতো জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন।
কেনাকাটার জন্য প্রবাসীরা ভিড় করেছেন মদিনার মারকেজ তায়েবাসহ বড় শপিংমলগুলোতেও। ঈদ উপলক্ষে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। কম দামে ভালো মানের পোশাক খুঁজছেন ক্রেতারা। এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন। বিশেষ করে ঈদের দিন প্রবাসীরা সৌদি আরবের কাপড় (জুব্বা) পরে নামাজ পড়েন। তাই জুব্বার দোকানে সবসময় ভিড় লেগে রয়েছে। মোবাইল দোকানেও ভিড় দেখা যাচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশি সুতি কাপড়ের লং থ্রি পিসের চাহিদা খুব বেশি। স্বর্ণের দাম কমে যাওয়ায় অনেকেই পোশাকের পাশাপাশি স্বর্ণের অলংকারও কিনছেন। বিভিন্ন দোকানদার ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ বাজারে ভারতীয় সিরিয়াল ও নায়িকাদের নামে শাড়ি ও থ্রি পিসের নামকরণ করা টাপুরটুপুর, পাখি শাড়ি ও থ্রি-পিচ, ঝিলিক, আশিকি টু, জলপরী, পাগলু আর শিশুদের কুটি পাঞ্জাবি সেট অরণ্য সিংহ রায়ের বেশ চাহিদা।