ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় পুরো দেশেই এখন এক রকম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনা সারা বিশ্বকেই রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তাই ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এক রকম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারপরও ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান।
আগামী অক্টোবরে এই সিরিজ ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা। হাতে এখনো তিন মাস সময় বাকি। তাই বিসিবি সভাপতি আশাবাদী সিরিজটি হবে।
রোববার সংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘প্যারিসে হামলার পরও সেখানে খেলা বন্ধ হয়নি, ইউরো কাপ হচ্ছে। আমি বিশ্বাস করি খেলা তার নিজস্ব গতিতেই চলবে। তা ছাড়া ইংল্যান্ড সিরিজ শুরু হতে এখনো তিন মাস বাকি। তখন আর এই পরিস্থিতি থাকবে না, পরিবর্তন আসবে।’
ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন বিসিবি সভাপতি, ‘আমরা ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আশা করছি তারা বাংলাদেশে আসবে।’
গতকাল শনিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে ইসিবি। তার মানে তারা বাংলাদেশ আসার ব্যাপারে ভাবছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়াকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন নাজমুল হাসান, ‘ইসিবি যে প্রতিক্রিয়া দিয়েছে তাদের জায়গায় আমরা হলেও তাই করতাম।’
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার গুলশান-২ নম্বর সেকশনে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে এ হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঁদের বেশির ভাগই বিদেশি।
রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় হামলা করে সন্ত্রাসীরা। এরপর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর গতকাল শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।