হামলাকারীদের আপনারাও চিনেন, আমরাও জানি
কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরির্দন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
এ সময় পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আজকে সংঘটিত সন্ত্রাসী ঘটনা এখনো তদন্তের পর্যায়ে, তবে সময়মতো সব কিছু জানানো হবে। এর পিছনে যে বা যারাই থাকুক না কেন, আপনারাও তাকে চিনেন, আমরাও তাকে জানি, বুঝি। কিন্তু আইনের কারণে কথা বলা যাচ্ছে না।’
শোলাকিয়া ঈদগাহের কাছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে আজ বৃহস্পতিবার সকালে টহল পুলিশের ওপর বোমা হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ সদস্য, এক হামলাকারী, এক গৃহবধূসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের সাত সদস্য ও তিন পথচারীসহ ১০ জন।
খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন ডিআইজি। দুপুরে কিশোরগঞ্জে পৌঁছার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আহত পুলিশ সদস্যদের দেখতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান।
এ সময় ডিআইজি সাংবাদিকদের বলেন, ‘তবে যারা এই পতাকা ও মানচিত্র মানে না, যারা এই দেশকে পছন্দ করে না, এই দেশকে সহ্য করতে পারে না- তাদের দ্বারা এই কাজ করা সম্ভব।’
‘এই কর্মকাণ্ডগুলো বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে, যারা এই কাজগুলো করছে তারা ধর্মের নামেই করছে।’
পুলিশের কর্তব্য নিষ্ঠার প্রশংসা করে ডিআইজি বলেন, ‘পুলিশ জীবন দিয়ে হলেও বিশাল মাপের ক্ষতির হাত থেকে আমাদের বাঁচিয়েছে।’
মাহফুজুল হক নুরুজ্জামান অমানবিক পৈশাচিক কাজে জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।