শোলাকিয়ায় হামলার নিন্দা ভারতের রাষ্ট্রপতির
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর বিবৃতি দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বিবৃতিতে প্রণব মুখার্জি বলেন, ‘ঈদের দিন কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
বাংলাদেশের সরকার ও মানুষ এসব চরমপন্থা ও সহিংসতার সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে জানিয়ে প্রণব মুখার্জি বলেন, ‘ভারত সরকার এ যুদ্ধে বাংলাদেশের ভাই-বোনদের পাশে দাঁড়াবে।’ পরিস্থিতি মোকাবিলায় ভারত সহযোগিতা আরো বাড়াবে বলে জানান ভারতের রাষ্ট্রপতি।
দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়ায়। সেখানে আজ দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়। এ সময় আহত হয় ১২ জন।