জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : নোমান
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় নিজ বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ঈদের যে আনন্দ সে আনন্দ আমরা পরিপূর্ণভাবে অনুভব করতে পারছি না। কারণ দেশের যে পরিস্থিতি, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং জঙ্গিবাদের, আইএসের এবং আরো কয়েক সংগঠনের কথা আমরা শুনছি। যারা এরই মধ্যে কিছু ঘটনা ঘটিয়েছে। দেশ রক্তাক্ত হয়েছে। এগুলোকে কেন্দ্র করে বিদেশিরাও কিছু সুযোগ গ্রহণ করার চেষ্টা করছে। আমরা মনে করি যে আমাদের এই সমস্যার সমাধান সম্ভব, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো একক সরকার এ সমস্যার সমাধান করতে পারবে না।’
অন্যদিকে নিজের মেহেদীবাগের বাসায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় সাংবাদিকদের আমীর খসরু বলেন, বিরাজমান পরিস্থিতি ঈদের আনন্দ উপভোগ করার মতো নয়। এ থেকে উত্তরণে গণতান্ত্রিক পরিবেশসহ জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।