হিলারি ক্লিনটনকে স্যান্ডার্সের সমর্থন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের আনুষ্ঠানিক সমর্থন পেলেন হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি সমাবেশে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এ সমর্থন জানান।
গত জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স সমঝোতায় পৌঁছালেন।
হিলারিকে উদ্দেশ করে স্যান্ডার্স বলেন, ‘তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।’ তিনি বলেন, ‘আমেরিকান জনগণের চাহিদা অনুযায়ীই এ প্রচার অভিযান হয়েছে এবং আমরা খুব গুরুতর সংকটের মুখোমুখি হয়েছি। এবং আমার কোনো সন্দেহ নেই যে, আমরা আগামী নভেম্বরের মধ্যেই এগিয়ে যাব, এ ক্ষেত্রে হিলারি ক্লিনটনই সবচেয়ে ভালো প্রার্থী।’
স্যান্ডার্স বলেন, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে হিলারি ক্লিনটন ও আমি বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করি। এটাই ছিল প্রচার অভিযানের বিষয়। এটাই গণতন্ত্র। তবে আমি খুশি এটা বলতে পেরে যে, এখন পর্যন্ত দুই পক্ষ একসঙ্গে হয়ে ডেমোক্রেটিক ইতিহাসে সবচেয়ে প্রগতিশীল মঞ্চ আমরা তৈরি করেছি।’
রিপাবলিকান দল থেকে মনোনীত ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় টুইটার বার্তায় বলেন, কুটিল হিলারি ক্লিনটনের কাছে স্যান্ডার্স বিক্রি হয়ে গেছেন। সমর্থক বিক্ষুব্ধ হয়েছে!
গত ফেব্রুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি লড়াইয়ে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন বার্নি স্যান্ডার্স।