মানুষ হত্যা করে বেহেস্ত পাওয়া যায় না : নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের বিপথগামী করার অপচেষ্টা চলছে। ইসলামের দোহাই দিয়ে জঙ্গি তৈরি করা হচ্ছে, হত্যা করলে বেহেস্তে যাওয়া যাবে, এমন বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের ধ্বংস করে দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী শিক্ষক ও অভিভাববদের উদ্দেশে বলেন, আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুণ, সন্তান বা শিক্ষার্থীর পরিবর্তন লক্ষ করলে, তাকে দ্রুত সংশোধনের চেষ্টা করুণ ভালোবাসা দিয়ে। ভালোবাসা আদর আর পরিবারের সহযোগিতাই পারবে আপনার সন্তানকে মানবতার পথে ফিরিয়ে আনতে।
আজ শনিবার বেলা আড়াইটায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ এবং সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকেল ইনস্টিটিউট আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব বেড়েছে। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আগে যেখানে এক শতাংশেরও নিচে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ছিল বর্তমান সরকারের আমলে তা বেড়ে কয়েকগুণ হয়েছে। এই লক্ষ্যমাত্রা ৬০ শতাংশ করা হবে।
‘জার্মানিতে ৮০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিচ্ছে, পৃথিবীর অনেক উন্নত দেশে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিয়ে পড়ছে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে যেমন চাকরির বা কর্মসংস্থানের নিশ্চয়তা বেশি, বিদেশে গেলেও কাজের সুযোগ বেশি, অর্থ উপার্জনও করবেন বেশি।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ভাটি বাংলায় বর্ষায় চলাচলের সমস্যা, শিক্ষার্থীদের উপস্থিতির সমস্যার কথা চিন্তা করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জন্য পৃথক শিক্ষা ক্যালেন্ডার করার কাজ হচ্ছে। সুনামগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে হাওর অঞ্চলে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা। বেশির ভাগ স্কুলে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় স্কুলে শিক্ষার্থী গেলে শিক্ষক যান না আর শিক্ষক গেলে শিক্ষার্থী যায় না। তাই এমন অবস্থার যাতে সৃষ্টি না হয় হাওর অঞ্চলগুলোতে বিশেষ ব্যবস্থার কথা জানান তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উদ্যোগে দিরাই পৌর শহরের দোওজ এলাকায় এই দুটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
দেড় একর জমির ওপর দুটি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের ব্যয় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। চলতি বছর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বৈরি আবহাওয়ার মধ্যেও সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত সাংসদ অ্যাডভোকেট শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের পাশাপাশি শিক্ষাথীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।