চট্টগ্রামে আসলাম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নাশকতার মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে আসলাম চৌধুরীর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নাশকতার একটি মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে এ মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৪ সালের ২ নভেম্বর হরতাল চলাকালে আসলাম চৌধুরীর বিরুদ্ধে নগরীর সিনেমা প্যালেস এলাকায় নাশকতা সৃষ্টি, যান চলাচলে বাধা ও জামায়াতকে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গতকাল রোববার এ বি ব্যাংকের সোয়া ৩০০ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী, দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আসলাম চৌধুরীর ভাই ও এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর ৯ মে প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ। এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।