আসলাম চৌধুরীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
চট্টগ্রামে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর রিমান্ড নাকচ করে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হাসান এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার সময় নগরীর প্যারেড মাঠে গুলিবর্ষণ ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আসামি করা হয় আসলাম চৌধুরীকে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বিস্ফোরক আইনের ওই মামলায় চকবাজার থানা পুলিশ আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় তিনদিনের রিমান্ড দেন চট্টগ্রামের একটি আদালত।
এর আগের দিন রোববার এর আগে গতকাল রোববার এ বি ব্যাংকের সোয়া ৩০০ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তাঁর স্ত্রী, দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় আসলাম চৌধুরীর ভাই ও এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।