শুরু হলো মাশরাফিদের কন্ডিশনিং
ছুটি কাটিয়ে এখনো ফেরেননি জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আসেননি ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগেও। বিদেশি কোচিং স্টাফদের অনুপস্থিতে স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার শুরু হয়েছে মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যাম্পের প্রথম দিনে ২৮ ক্রিকেটার উপস্থিত হয়েছেন। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন না। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। আর মুস্তাফিজ সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে বুধবারই রওনা হয়েছেন।
বিদেশি ট্রেনার না থাকায় প্রথম দিনে অনুশীলনে কোনো সমস্যা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এটা ঠিক, মারিও ছাড়া আমরা অভ্যস্ত নই। তবে ইফতি আছে। সে অনেক দিন আমাদের সঙ্গে আছে। তাকে নির্দেশনা দেওয়া আছে। এ ছাড়া খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এখন সবাই জানে যে, নিজের কাজটা নিজেরই করতে হবে।’
তবে এই দীর্ঘমেয়াদি ক্যাম্প ক্রিকেটারদের কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আমরা হাতে অনেক সময় পাচ্ছি। দীর্ঘমেয়াদের এই ক্যাম্পটা আমাদের অনেক কাজে আসবে। খেলোয়াড়দের ফিটনেসে অনেক উন্নতি হবে।’