জঙ্গি দমনে সবাইকে এক টেবিলে বসার আহ্বান ইমরানের
জঙ্গি নিয়ে রাজনৈতিক দলগুলোকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখাপত্র ডা. ইমরান এইচ সরকার।
আজ বুধবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইমরান এই আহ্বান জানান।
ইমরান বলেন, আমরা যদি এখানে দাঁড়িয়ে কাঁদা ছোড়াছুড়ি করতে থাকি এবং একে অন্যকে দোষারোপ করতে থাকি তাহলে সেটি হবে আমাদের আরেকটি মারাত্মক ভুল।
তখন হয়তো আর কোনো পথেই খোলা থাকবে না। যত ভুলভ্রান্তি থাকুক না কেন সেই ভুলগুলোকে খুঁজে বের করে সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ব্যবস্থা নিতে হবে। বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে আমাদের সামনের দিকে এগোবার পথ খুঁজতে হবে। না হলে দুস্কৃতকারী, ষড়যন্ত্রকারী ওত পেতে আছে, সুযোগ পেলেই তারা আজকে বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলে পড়বে এটি পরিষ্কার।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা থাকলেও পাঁচাত্তর পরবর্তী সময়ে উল্টো পথে যাত্রা শুরু করেছে।
আজকে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে ইরাক-সিরিয়ার সঙ্গে তুলনা করছে। এর দায়ভার কাউকে না কাউকে নিতে হবে।
সমাবেশ শেষে শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।