মদিনায় বাংলাদেশি ফোরামের বনভোজন
প্রবাসজীবনের সব ব্যস্ততাকে ছুড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে মদিনাপ্রবাসী বাংলাদেশি ফোরামের উদ্যোগে গত বুধবার ইয়ানবু সমুদ্রসৈকতে হয়ে গেল বনভোজন। পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন, ভ্রাতৃত্বের বন্ধনের টান উপভোগ করেন বাংলাদেশিরা।
মদিনাপ্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মদিনা থেকে ২৭০ কিলোমিটার দূরে যেখানে সৌদি আরবের তেল উৎপাদন হয় রয়েল কমিশন এবং সমুদ্রসৈকত ইয়ানবুতে ভ্রমণে যায় প্রবাসীরা। ইয়ানবু একটি কমিউনিটি সেন্টারের খাবার ও শিশুদের খেলাধুলার আয়োজন করে। গন্তব্যে পৌঁছে সবাই নয়ন ভরে দেখে নেন মরুর বুকে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাঁরা আনন্দে উদ্বেলিত হয়ে উল্লাস প্রকাশ করেন।
আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে, আবু বক্করের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হোসেন, সেলিম, নাসির, কামাল, কাসেম, আইয়ুব, তৌহিদ, বেলালসহ আরো অনেকে। প্রাকৃতিক সৌন্দর্যময় ইয়ানবুতে ঝকঝকে সজীব দিনে লেকের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছিল প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস। ২০০ বাঙালির প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন। তবে খাবারের কথা না বললে বনভোজন থেকে যায় অসম্পূর্ণ। সকালে নাশতা, দুপুরে খাবার ও রাতে খাবার। খাবারের সঙ্গে ছিল খাসির মাংস, ডিম, সালাদ, চিংড়ি মাছ। আয়োজকদের চেষ্টা ছিল সবার কাছে উপভোগ্য এবং স্বতঃস্ফূর্ত করে তোলা। বলা যায় সে প্রচেষ্টা অনেকটাই সফল। দিনশেষে খানিকটা ক্লান্ত হলেও সবাই ঘরে ফিরেছে ভালোলাগা নিয়েই।