ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিরক্ত মুমিনুল!
তাঁর ওয়ানডে ক্যারিয়ার খুব একটা আকর্ষণীয় নয়। অবশ্য টেস্টে বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ১৭ টেস্ট খেলেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। তাঁর মধ্যে টানা ১১টি ম্যাচেই ৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন তিনি।
শুধু তাই নয়, এই কীর্তি গড়ে মুমিনুল ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের মতো আরেক কিংবদন্তির পাশেও দাঁড়িয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
টেস্টে ধারাবাহিকতার কারণে তাঁকে ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়। তবে বিষয়টা মোটেও ভালো লাগে না এই বাংলাদেশি ব্যাটসম্যানের! এতে তিনি বিরক্ত, ‘এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না, খুবই খারাপ লাগে। এখনো এমন কিছু করিনি যে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করতে হবে আমাকে।’
২০১২ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের কঠিন জগতে মুমিনুলের সদর্প আগমন। পরের ম্যাচেও করেছিলেন অর্ধশতক। নিজের তৃতীয় টেস্টে অবশ্য ফিফটি পেতে ব্যর্থ। পরের মাসেই মানে ২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দুই ইনিংসে করেছিলেন ২৩ ও ২৯ রান। এর পর থেকে টানা ১১টি টেস্টে অন্তত একটি ফিফটি পেলেন তিনি।
অবশ্য ওয়ানডেতে তেমন সাফল্য পাননি মুমিনুল। ৫০ ওভারের ক্রিকেটে ২৬ ম্যাচে ২৩.৬০ গড়ে করেছেন ৫৪৩ রান। তবে ২৩ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।