তারেক রহমানের সাজার বিরুদ্ধে সৌদির ইয়ানবুতে প্রতিবাদ সভা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সৌদি আরবের ইয়ানবুতে সভা করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০টায় ইয়ানবুর একটি কমিউনিটি সেন্টারে ওই সভা করা হয়।
অনুষ্ঠানে ইয়ানবু বিএনপির সভাপতি আবুল খায়ের আশিক বলেন, রক্ষীবাহিনী দিয়ে যেমন স্বৈরাচারী অব্যাহত রাখা সম্ভব হয়নি, একইভাবে জেল-জুলুম, খুন-গুম চালিয়েও ক্ষমতা স্থায়ী করা যাবে না। প্রবাস থেকেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর আহ্বান জানান তিনি।
ইয়ানবু বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রাদেশিক বিএনপির উপদেষ্টা খুশবুল ইসলাম পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ানবু রয়েল কমিশন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি আবদুল হান্নান, শহর বিএনপির সহসভাপতি আতাউর রহমানসহ আরো অসংখ্য নেতাকর্মী। ইয়ানবু বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০০৯ সালের একটি অর্থপাচার মামলায় তারেক রহমানকে গত বৃহস্পতিবার সকালে নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এর আগে এই মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। সেই সঙ্গে গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে বিচারিক আদালতের দেওয়া তাঁর ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।