সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১ আগস্ট
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তৎকালীন র্যাব-১১-তে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোবারক হোসেন, জব্দ তালিকার দুই সাক্ষী কামাল হোসেন, আবদুল হেকিম এবং নিহত চন্দন সরকারের খোয়া যাওয়া মোবাইল ফোনটি যার কাছে পাওয়া গিয়েছিল সেই ইয়াছিন শিপনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসাসিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করে।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তা- লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
এ নিয়ে সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় মোট ১২৭ জন সাক্ষীর মধ্যে ৯২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরদিন আরেজনের লাশ উদ্ধার করে পুলিশ।