সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সি ক্রাউন পয়েন্টে গোসল করার সময় এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো তিন পর্যটককে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ঢাকার রামপুরা এলাকার মোহাম্মদ বাবুর স্ত্রী।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান কাজমী গণমাধ্যমকে বলেন, দুপুরে একদল পর্যটক সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে চার-পাঁচজন ভেসে যান। সৈকতের উদ্ধারকর্মীরা চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসপি।
পুলিশ আরো জানায়, গতকাল শুক্রবার ঢাকার রামপুরা এলাকা থেকে বাবুসহ ২৫ জনের একদল পর্যটক কক্সবাজার এসে হোটেল সি ক্রাউনে ওঠেন।