তারেক রহমানের রায়ের বিরুদ্ধে মদিনা জেড ফোর্সের প্রতিবাদ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় রায়ের প্রতিবাদে মদিনা জেড ফোর্সের প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল শনিবার সৌদি আরবের সময় রাত ১০টায় মদিনার একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মদিনা জেড ফোর্সের সভাপতি মো. গোলাম নবীউল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল জেড ফোর্সের সাধারণ সম্পাদক মো. আলিয়ার হোসেন আলী। খন্দকার শাহ্ আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন মদিনা জেড ফোর্সের উপদেষ্টা শামীম আহসান কেফায়েত।
প্রতিবাদ সভায় নেতারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এ রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক। তাই এই অবৈধ সরকার জোর করে খালাস হওয়া রায়কে অবৈধভাবে সাজার রায় দিয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তারেক রহমানের মামলার রায়ে তাই স্পষ্ট হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল জেড ফোর্সের সহসভাপতি মোফাজ্জল হোসেন আসিফ, সদস্য রফিকুল ইসলাম, মদিনা জেড ফোর্সের সিনিয়র সহসভাপতি আবদুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিক মিয়া, মদিনা জেড ফোর্সের উপদেষ্টা পেয়ার আহাম্মেদ লিটন, মদিনা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মজীবী দলের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন স্বপন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদিনা প্রবাসী কুমিল্লা বিএনপির সহসভাপতি জসীম উদ্দিন, আবদুস সালাম, মদিনা প্রবাসী বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি আরমান, গিয়াস উদ্দিন, হাসান, মনির, সুমনসহ মদিনা জেড ফোর্সের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।