কুমিল্লার শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দি এলাকার ক্যাপ্টেন (অব.) শহিদুল্লাহকে (৭২) কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ অক্টোবরের মধ্যে তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
শুনানি উপলক্ষে আজ সকালে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
ট্রাইব্যুনালের গ্রেপ্তারি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে শহিদুল্লাহকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে।