সাহেব বিবি গোলাম
স্বস্তিকাময় ট্রেলার
স্বস্তিকা মুখোপাধ্যায়কে যদি প্রশ্ন করা হয়,আপনি কতটা খোলামেলা হতে পারবেন একটি ছবির জন্য? তিনি হয়তো দু’হাত দুই দিকে প্রসারিত করে বলবেন, ‘এতটা।’ কিন্তু সেই ‘এতটা’ মানে ‘কতটা’ অনুমান করা না গেলে সদ্য উন্মুক্ত হওয়া ‘সাহেব বিবি গোলাম’ ছবির ট্রেলার দেখা যেতে পারে। পুরো ট্রেলারটিতে অন্য এক স্বস্তিকাকে দেখা যাবে। এর আগে যদিও তাঁকে অনেক খোলামেলা দৃশ্যে দেখা গেছে, তবে এই ছবিতে তিনি খোলামেলা দৃশ্যকে চমৎকার ও শৈল্পিকভাবে ফুঁটিয়ে তুলেছেন।
ছবিটি এখনো মুক্তি না পেলেও ট্রেলার দেখে কাহিনী কিছুটা আঁচ করা গেছে। মিউজিক্যাল থ্রিলার এই ছবিতে দেখা যায়- একজন ভাড়াটে খুনি, গৃহবধূ আর ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে ছবির কাহিনীর ডালপালা গজিয়েছে। ভাড়াটে খুনি হিসেবে দেখানো হয়েছে অঞ্জন দত্তকে। স্বস্তিকা গৃহবধূ এবং ঋত্বিক চক্রবর্তী ট্যাক্সি ড্রাইভার। এখানে গৃহবধূ হিসেবে স্বস্তিকা যে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেটা ভালোই বোঝা যাচ্ছে। সাথে আছেন পার্ণো মিত্র।
একটা সময় বাণিজ্যিক ছবিতে স্বস্তিকার উপস্থিতি থাকলেও মাঝপথে তাঁর ক্যারিয়ার অন্যদিকে ঘুরে যায়। তিনি নিয়মিত হন বিকল্প ধারার চলচ্চিত্র বা আর্ট ফিল্মে। এখানে বরং আরো বেশি সফল স্বস্তিকা। শরীরী আবেদন ও দক্ষ অভিনয়ের কারণে আর্ট ফিল্মের জগতে ভালো অবস্থান করে নেন তিনি।
প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘সাহেব বিবি গোলাম’ মুক্তি পাবে ২৬ আগস্ট। তাই জোরেশোরেই চলছে প্রচার। এবার দেখার পালা স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেকে কতটা ছাড়িয়ে যান আগের নিজেকে। এখন অপেক্ষা শুধু মুক্তির।