পর্যায়ক্রমে বন্ধ সব পাটকল চালু করবে সরকার : নারায়ণ চন্দ্র চন্দ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার পর্যায়ক্রমে বন্ধ জুট মিলগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার সকালে খুলনার ফুলতলার আলীম জুট মিলস লিমিটেড পুনরায় চালুকরণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। এ মিল চালু রাখা ও বাঁচানোর দায়িত্ব শ্রমিকদের। নিজেদের স্বার্থেই কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখতে হবে। শ্রমিকদের কল্যাণে সরকার সবকিছুই করবে। সরকার পাটকল এবং পাটের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পাটের ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরকার পাটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কোনো মিল বন্ধ করেনি, বরং চালু করছে। কলকারখানায় যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রাখতে প্রতিমন্ত্রী শ্রমিক ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশ প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নে রোল মডেল। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোহসিনা আক্তার বানু, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি, আলীম জুট মিলস সিবিএর সভাপতি মো. আবদুল ছালাম জোমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবদুল হামিদ, অফিল জুট মিলসের সাধারণ সম্পাদক শেখ আনসার আলী, ইস্টার্ন জুট মিলসের সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন এবং প্লাটিনাম জুট মিলের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহামান। আলীম জুট মিলসের উপমহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) মো. আনোয়ারুল হক তালুকদার এতে সভাপতিত্ব করেন।
পরে প্রতিমন্ত্রী ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
দুপুরে তিনি বাগেরহাট জেলার ফকিরহাট ফলতিতা বৃহৎ মৎস্য আড়ত পরিদর্শন করেন এবং উপজেলার মৎস্য ব্যবসায়ী ও ঘের মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী ফকিরহাটে মহিষ প্রজনন খামার পরিদর্শন করেন।