দেশের পতাকা বহন করাই সিদ্দিকুরের কাছে সম্মানের
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেছেন তিনি। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করাটাকে জীবনের সেরা প্রাপ্তি বললেন দুটো এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী এই বাংলাদেশি গলফার।
বৃহস্পতিবার রিওর গলফ কোর্সে প্রথম রাউন্ডে খেলতে নামবেন সিদ্দিকুর। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য এটা আসলে একটা বড় পাওয়া ছিল। যখন আমি দেশের পতাকা নিয়ে হাঁটছিলাম, তখন সত্যিই অন্যরকম অনুভূতি কাজ করছিল আমার মধ্যে। অলিম্পিকের মতো আসরে দেশের পতাকা বহন করাটা আসলেও গর্বের ব্যাপার। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।’
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ভালো কিছু করতেও আশাবাদী এই বাংলাদেশি গলফার, ‘আমার যে প্রস্তুতি, সে অনুযায়ী খেলতে পারলে আমার বিশ্বাস দেশের জন্য সম্মানজনক ফল বয়ে আনতে পারব। অবশ্য টার্গেট করে খেললে আমি কখনই ভালো কিছু করতে পারি না। তাই আমি শুধু আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’
র্যাংকিংয়ের সেরা ৬০ গলফার সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান অলিম্পিকে। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের প্রকাশিত র্যাংকিংয়ে সিদ্দিকুরের স্থান ৫৬তম। তাই সরাসরি রিওতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর এ পর্যন্ত দুটো এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। এবার তাঁর সামনে অলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করার সুযোগ।