অলিম্পিক থেকে ছিটকে পড়লেন শ্যামলী
র্যাঙ্কিং রাউন্ডেও তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। রিও অলিম্পিকের এলিমিনেশন রাউন্ডেও সে ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশি আর্চার শ্যামলী রায়। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে হেরে আসর থেকেই বিদায় নিয়েছেন তিনি।
বুধবার রাতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্যামলী হেরে যান ৬-০ পয়েন্টে। ম্যাচের প্রথম সেটে অবশ্য কিছুটা লড়াই করেছিলেন এই বাংলাদেশি আর্চার, তাঁর স্কোর ছিল ২৭। আর বায়ার্দোর স্কোর ছিল ২৮।
বাকি দুই সেটে যথাক্রমে ২৩ ও ২৫ স্কোর করেন শ্যামলী। আর তাঁর প্রতিদ্বন্দ্বী শেষ দুই সেটেই ২৮ করে স্কোর করে ম্যাচ জিতে নেন।
এর আগে গেমসে শুরুটাও তাঁর ভালো হয়নি। প্রতিযোগিতায় র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় র্যাঙ্কিং রাউন্ডে শ্যামলী ৬০০ স্কোর করেছিলেন।
অলিম্পিকে এবারই প্রথম অংশ নিয়েছেন নড়াইল থেকে উঠে আসা এই আর্চার। অবশ্য বড় মঞ্চে এর আগেও অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে তুরস্কে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে একই বছরে ব্যাংককে এশিয়া কাপ ও ইনচন এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।