আটজনের মধ্যে তৃতীয় হলেন সোনিয়া
রিও অলিম্পিক গেমসের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশি সাঁতারু সোনিয়া আক্তার। প্রতিযোগিতার তিন নম্বর হিটে আটজনের মধ্যে তৃতীয় হয়ে বাদ পড়েছেন তিনি। আর মোট ৮৮ জন সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ৬৯তম।
অবশ্য সোনিয়ার টাইমিংও মন্দ নয়, ২৯ দশমিক ৯৯ সেকেন্ড। এর আগে তাঁর সেরা টাইমিং ছিল ৩০ দশমিক ৮৯ সেকেন্ড। এবার তিনি নিজের সেরা টাইমিং করলেন।
অবশ্য এদিন ব্যর্থ হয়েছেন অ্যাথলেট শিরিন আক্তার। অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার দৌড়ে হিটেই বাদ পড়েছেন তিনি। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট অ্যাথলেটের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ১২ দশমিক ৯৯ সেকেন্ড।
এর আগে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।
প্রতিযোগিতার এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন আর্চার শ্যামলী রায়ও। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে যান তিনি। এর আগে গেমসে তাঁর শুরুটাও ভালো হয়নি। র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি।
পুরুষদের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে। তা ছাড়া মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। তাঁর টাইমিং ২৩ দশমিক ৯২ সেকেন্ড।