সৃজিতের ‘জুলফিকার’-এর ট্রেলার প্রকাশ
সৃজিত মুখার্জির ছবি মানেই নতুন কিছু। তাঁর গল্প বলার ধরন দর্শককে বাধ্য করে শেষ পর্যন্ত চলচ্চিত্রটি দেখতে। এবারও বোধ হয় ব্যতিক্রম হবে না। বলছি, নতুন ছবি ‘জুলফিকার’-এর কথা। আপাতত ট্রেলার মুক্তি দিয়ে সৃজিত জানিয়েছেন, ‘নতুন জাদু আসছে।’
যাঁরা ছবির ট্রেলার দেখেছেন, তাঁরা এরই মধ্যে জেনে গেছেন শেকসপিয়ারের কথা। অর্থাৎ ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের দুটি নাটক অবলম্বনে তৈরি হয়েছে ‘জুলফিকার’। নাটক দুটি হলো ‘জুলিয়াস সিজার’ ও ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’। ট্র্যাজেডি নাটক দুটি ব্রিটিশ বাস্তবতায় লেখা হলেও সৃজিত ছবিটি নির্মাণ করেছেন কলকাতার ছাঁচে।
‘জুলফিকার’ ছবির কাহিনী গড়ে উঠেছে মূলত অন্ধকার জগতের প্রতিহিংসাকে কেন্দ্র করে। কলকাতার বন্দর এলাকার অন্ধকার জগৎকে দর্শক পর্দায় দেখতে পাবেন। যেখানে অন্ধকার জগতের বাসিন্দা প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, যীশু, পরমব্রতসহ আরো অনেকে। কেন্দ্রীয় চরিত্রে প্রসেনজিৎকে দেখা যাবে। ক্লিওপেট্রা হিসেবে আছেন নুসরাত জাহান। পাওলি দামকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সুতরাং দেখা যাচ্ছে ছবিতে টালিগঞ্জের সব বড় তারকা একসঙ্গে অভিনয় করেছেন। চরিত্র নির্বাচনে সৃজিতের এমন চমক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেকগুণ।
অক্টোবর মাসের ৭ তারিখ ‘জুলফিকার’ মুক্তি পাবে। দেখা যাক ‘জুলফিকার’-এর জাদু কেমন প্রভাব ফেলে দর্শকের ওপর!