উন্নত জাতের ছাগল পালন করে দারিদ্র্য দূর করা সম্ভব
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার দেশীয় জাতের ছাগল, হাঁস-মুরগি পালন ও সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করছে। উন্নত জাতের ছাগল, হাঁস-মুরগি পালন করে দারিদ্র্য দূর করা সম্ভব।
গতকাল রোববার দুপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এফসিডিআই প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণ চন্দ্র এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি দেশ গড়া। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। দেশের প্রতিটি খাত এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আলী মুনসুর, দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সহকারী পরিচালক শংকর প্রসাদ মণ্ডল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আনোয়ার উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু সালেহ ও সাংবাদিক আবদুস সালাম।
পরে প্রতিমন্ত্রী ৩৬ জন সুফলভোগীর মধ্যে ১২টি হাঁস, ৯টি মুরগি ও ১৫টি ছাগল বিতরণ করেন। তিনি ১০০ জন সুফলভোগীর মধ্যে চারা বিতরণ করেন।