মদিনায় মসজিদে নববিতে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন
সৌদি আরবের মদিনায় গিয়ে হাজিরা বিভিন্ন ঐতিহাসিক স্থান, মসজিদ, স্থাপনা, প্রদর্শনী দেখতে চান। চেনা না থাকায় সেসব প্রদর্শনী ও জাদুঘর দেখা থেকে অনেকেই হন বঞ্চিত। হাজিদের জন্য মসজিদে নববির আঙিনায় বিভিন্ন প্রদর্শনীর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
হাজিদের পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত করার এক চমৎকার উদ্যোগ হলো কোরআন প্রদর্শনী। এর পরিচালনায় রয়েছে সামায়া হোল্ডিং কোম্পানি। মসজিদে নববির দক্ষিণে ৫ নম্বর গেটের পাশে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অভ্যর্থনা বিভাগের পরই রয়েছে কোরআন পরিচিতি। একটু সামনে বাড়লেই কোরআন একত্র করার ইতিহাসসংবলিত কিছু প্রদর্শনী। এর পরেই রয়েছে এ প্রদর্শনীর মূল আকর্ষণ কোরআনের পুরোনো পাণ্ডুলিপি সংরক্ষণাগার। সেখানে রয়েছে হরিণের চামড়ায় লিখিত কোরআন, স্বর্ণের ওপর লিখিত কোরআন, মাত্র ৬০ পৃষ্ঠায় লেখা কোরআন এবং প্রায় এক হাজার বছর আগের হাতে লেখা কোরআন। একটু পরেই রয়েছে পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ কোরআন।
এর পর রয়েছে স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআন, মুছহাফে উছমানির ফটোকপি। কোরআনের সংস্পর্শে এসে মানুষ কীভাবে পরিবর্তন হয়, তার ওপর একটি প্রামাণ্যচিত্র। রয়েছে বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের পরিচিতি। সব শেষে আছে বিক্রয়কেন্দ্র ও বিদায় কক্ষ।
প্রদর্শনী প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজিদের জন্য খোলা থাকে।
হাজিদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষার অনুবাদ- আলোচক রয়েছেন। সকালে বাংলা ভাষায় অনুবাদক হিসেবে আছেন মহিউদ্দীন ফারুকী। আর বিকেলে আছেন যাকারিয়্যা মাহমুদ।