নড়াইলে জাতীয় শোক দিবস পালিত
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে শোকর্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এর আগে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু প্রমুখ। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা, বাদ জোহর মসজিদে মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, মন্দির ও গির্জায় বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন দিনটি যথাযথ মর্যাদায় পালন করে।