গাজীপুরে জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক র্যালি, আলোচনা, রক্তদান কর্মসূচি, কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, গণভোজ, মিলাদ ও দোয়াসহ নানা কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসক এস এম আলমের নেতৃত্বে সকালে গাজীপুর জেলা শহরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এ ছাড়া দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা জজশিপ, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের ওপর চিত্র প্রদর্শনীসহ জেলার সব কটি উপজেলা ও পৌরসভা এলাকায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।