মদিনা হজ মিশনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন
স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে মদিনায় বাংলাদেশ হজ মিশনে।
সোমবার আসরের নামাজের পর সৌদি আরবের মদিনা হজ অফিসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মদিনার উপসচিব ও সহকারী হজ কর্মকর্তা হামিদুর রহমান খান।
প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হজ প্রশাসনিক দলের দলনেতা মোহাম্মদ শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মদিনা হজ মেডিকেল টিমের উপদলনেতা চিকিৎসক আবুল কালাম ব্যাপারী ও মদিনা হজ আইটি বিভাগের দলনেতা জাহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট শহীদ সবার আত্মার মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
শোক সভায় মদিনার হজ কর্মকর্তা, হজ মেডিকেল টিমের চিকিৎসক ও বিপুল মদিনা প্রবাসী উপস্থিত ছিলেন।