সৌদিতে গেছেন সাড়ে ৩৪ হাজার বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল সোমবার পর্যন্ত ৩৪ হাজার ৬৫১ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।
আজ মঙ্গলবার সৌদি সময় সকাল ৯টায় মদিনা হেল্প ডেস্ক থেকে এনটিভি অনলাইনকে এ তথ্য জানানো হয়েছে।
হেল্প ডেস্ক থেকে জানানো হয়, ৪ আগস্ট থেকে গতকাল ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের ৪৫টি এবং সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন।
হেল্প ডেস্ক থেকে আরো জানানো হয়, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৭০৫ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৯৪৬ জন।
এ বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন সৌদি আরব যাওয়ার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে।
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মক্কায়। অপর একজন মারা গেছেন জেদ্দায়।