লাকী আখন্দের সম্মানে টিএসসিতে কনসার্ট
আশির দশকের নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক এবং মুক্তিযোদ্ধা লাকী আখন্দের জন্য আয়োজিত দুই দিনব্যাপী কনসার্টের প্রথম দিন ছিল গতকাল মঙ্গলবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অসুস্থ শিল্পী লাকী আখন্দের জন্য দোয়া চাওয়া হয়, সেই সঙ্গে তাঁকে সাধ্যমতো সাহায্য করার আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে ‘আ ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ শিরোনামের কনসার্ট আরম্ভ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। বিকেলে এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড মানব, অর্জন, ওয়ারসাইট, দুর্গ, সহজিয়া গান পরিবেশন করে। সন্ধ্যার পর মঞ্চে ওঠে অ্যাশেজ, আর্বোভাইরাস এবং তাহসান অ্যান্ড ব্যান্ড। এর আগে জাতীয় শোক দিবসকে স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কনসার্ট দেখতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘লাকী স্যারকে গানে ফিরিয়ে আনতে চাই, তাই কনসার্টে আসা।’ মেয়েকে নিয়ে কনসার্টে আসা এক মা বলেন, ‘আমাদের সময় লাকী আখন্দের গান মানেই ছিল অন্য রকম কিছু। মেয়ের কাছে যখন শুনলাম তাঁর সাহায্যার্থে কনসার্টের আয়োজন করা হয়েছে, তখন ঘরে থাকতে পারলাম না। চলে এলাম।’
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত লাকী আখন্দ বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করার জন্য এই কনসার্ট আয়োজন করা হয়। আজ বুধবারও কনসার্টে গান পরিবেশন করবে বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা।