রাজনৈতিক কারণে রিজভী কারাগারে : আলাল
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল এ অভিযোগ করেন।
আলাল বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে হয়রানি করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে হেনস্থা করা হচ্ছে রিজভীকে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
আজ নাশকতার পাঁচ মামলায় রুহুল কবির রিজভীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।