গোসাইরহাটে আয়না ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন
শরীয়তপুরের গোসাইরহাটের শামসুর রহমান কলেজের শিক্ষার্থী আয়না ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু যানবাহন ভাঙচুর করে।
আজ শনিবার বেলা ১১টায় শরীয়তপুর-গোসাইরহাট সড়কের সিধলকুড়ায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অংশ নেয়। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে শরীয়তপুর-গোসাইরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে সিধলকুড়া বাজারের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।
গত ১০ আগস্ট সকালে গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামে শ্বশুরবাড়ি থেকে আয়নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। যৌতুকের জন্য স্বামী জসিম মাদবর আয়নাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে পুলিশ আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে জসিমের বিরুদ্ধে মামলা করে।
এর আগেও ময়নাকে যৌতুকের জন্য একাধিকবার নির্যাতন করা হয় বলে অভিযোগ আয়নার পরিবারের। আয়না শামসুর রহমান কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।